চট্টগ্রাম, ৮ কার্তিক (২৪ অক্টোবর):
চট্টগ্রাম বিভাগের ছেলে ও মেয়ের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন পৃথক ২২টি দল নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী প্রধান অথিতি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন।
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় (সপ্রাবি) টুর্নামেন্ট ২০২২ এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন জেলার কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্চারামপুর উপজেলার বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (সপ্রাবি)।
অপরদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে কক্সবাজার জেলা ও চট্টগ্রাম জেলার মধ্যকার খেলা নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলার ফলাফল গোল শূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মহেশখালী মডেল সপ্রাবি ৬-৫ গোলে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রাঙ্গাপানি চা বাগান সপ্রাবিকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মহেশখালী মডেল সপ্রাবির ১০ নম্বর জার্সীধারী আবিদ শাহরিয়া এবং সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রাঙ্গাঁপানি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর জার্সীধারী সমীর কুমার ত্রিপুরা।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার বাঞ্চারামপুর মডেল সপ্রাবির ১০ নম্বর জার্সীধারী সাদিয়া আক্তার, যৌথভাবে সাত গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মহেশখালী মডেল সপ্রাবির ০৭ নম্বর জার্সীধারী পায়েল মনি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার বাঞ্চারামপুর মডেল সপ্রাবির ৪ নম্বর জার্সীধারী রোমানা।
প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মো: মমিনুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সিজেকেএস এর সহ-সভাপতি, দিদারুল আলম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। অসংখ্য ফুটবলপ্রেমী এসময় খেলা উপভোগ করেন।